সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ আজ
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে সাতক্ষীরার ২০ গ্রামের মুসল্লিরা। এক যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফেতরের নামাজ আদায় করে আসছেন জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের সালাত ঈদগাহে আদায় করবেন মুসাল্লিরা। এ সময় পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদের নামাজে শরীক হবেন।
ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অন্যের সাথে কুশল বিনিময় করবেন। অন্যের প্রতি হিংসা, অহমিকা ভুলে কুলাকুলি করে নিজেদের মধ্য সম্প্রীতিবোধ জাগ্রত করবেন।
সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গা সহ প্রায় ২০ গ্রামের মানুষ ঈদ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।
মোঃ শাহিনুর রহমান শাহিন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
০১৭১৮ ২২৬৭৯৪

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *