হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২ আগস্ট, বুধবার দুপুর ২টায় পৌর শহরের সিপি মোড় এলাকার ওয়ালটন শো-রুম পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস থেকেই সে এই জায়গায় ঘুমাই। আজকে সকালে ওই ব্যক্তি এখানে বসে ছিল। দুপুরের দিকে দেখি সে পড়ে আছে। পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া জানান, আজকে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এস আই সাদ্দাম হোসেনসহ পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পাঠিয়ে দেয়। পুলিশ সিপি মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার নাম ঠিকানা না পাওয়া পর্যন্ত মরদেহটি দিনাজপুর মর্গে রাখা হবে।