ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব

Link Copied!

হিলিতে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

ঢাকা: সীমান্তবর্তী এলাকা হিলিতে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব। গ্রাম থেকে গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। খামারিদের অভিযোগ, সঠিক চিকিৎসা না পাওয়ায় প্রতিদিনই মারা যাচ্ছে গরু। এতে আতঙ্কে রয়েছে এলাকার গরু পালনকারীরা। এদিকে প্রাণী সম্পদ দপ্তর বলছে, রোগটিকে কেন্দ্র করে বিভিন্নভাবে পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে খামারিদের।

জানা যায়, লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ। এটি গরুর এক ধরনের চর্মরোগ। বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে রোগটি ছড়ায়। আবার আক্রান্ত গরুর লালা খাবারে মিশে এবং খামার পরিচর্যাকারী ব্যক্তির কাপড়ের মাধ্যমে ছড়াতে পারে।

আক্রান্ত গাভির দুধে এই ভাইরাস বিদ্যমান। তাই আক্রান্ত গাভির দুধ বাছুর খেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ভাইরাস জনিত এ রোগটি ২০১৯ সালের দিকে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তবে রোগটি বর্তমানে সারাদেশে ছড়িয়ে পড়েছে।

কয়েকজন গরু পালনকারী বলেন, এ রোগের লক্ষণ হলো জ্বর। পরে ত্বকের ওপরে বড় মাপের ফোড়া বা গোটা তৈরি হয়। মানুষের জলবসন্ত হলে যেমন হয়, এটা অনেকটা তেমনই। গরুর সমস্ত শরীরে গোটা তৈরি হতে থাকে। এই রোগ মারাত্মক আকার ধারণ করে। এমন ক্ষেত্রে গরুর মৃত্যুর হার বেশি। আক্রান্ত গরুর পা ও অর্কোষ ফুলে যায়।

আবার কিছু কিছু গরুর গলায় ঘা হয় এবং গরুর চামড়ার নিচে পচন ধরে। রোগটি এমনই মারাত্মক সঠিক চিকিৎসা না পেলে আক্রান্ত গরু দুর্বল হয়ে পড়ে। অনেক গরুর চোখ দিয়ে অনবরত পানি ঝড়ে। এতে চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

খামারি লুৎফর রহমান বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হচ্ছে গরু। রোগটিকে অনেক খামারি বসন্ত বলেও ধারণা করছেন। মারাত্মক এ রোগটিকে প্রতিরোধে পশু চিকিৎসকরা গাঁট পক্স ভ্যাকসিন দিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছেন না। রোগটি মশা বা মাছির মাধ্যমে আক্রান্তে পশু থেকে সুস্থ পশুর কাছে ছড়াচ্ছে। এর সঠিক ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছি আমরা। সঠিক চিকিৎসা না পেলে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। ক্ষুরা রোগের চেয়েও লাম্পি স্কিন ডিজিজ ভয়ঙ্কর রোগ।

আরেকজন খামারি বলেন, আমার বাড়িতে ৪টি গরু আছে। তার মধ্যে দুইটির শরিরে এমন রোগের লক্ষণ দেখা দিয়েছে। ডাক্তারদের পরামর্শে চিকিৎসা চালাচ্ছি দেখি কি হয়।

মোল্লা বাজারের করিম উদ্দিন বলেন, আমি খুব গরিব মানুষ। কিস্তি থেকে টাকা উঠায়ে আমি দুইটি গরু কিনছিলাম। কয়েকদিন ধরেই একটির গুরুর শরিরে এমন রোগ দেখা দিয়েছিল। সঠিক চিকিৎসা না পাওয়ায় গতকালকে আমার একটি গরু মারা গেছে। আমি এখন খুবই ক্ষতিগ্রস্ত। সরকার যদি আমার দিকে একটু নজর দিত তাহলে একটু উপকৃত হতাম।

চুরিপট্র্রি এলাকার বাবু বলেন, আমার ১ লক্ষ ৮ হাজার টাকার একটি গরু মারা গেছে গতকালকে। আসলে কি বলব আমি। গরুর রোগ হয়েছে কিন্তু চিকিৎসা পাইনি।

হাকিমপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর কর্মকর্তা ডা. কাজী মাহবুবুর রহমান বলেন, সারাদেশের ন্যায় হাকিমপুর উপজেলাতেও ল্যাম্পি স্কিন রোগের আবিভার্ব হয়েছে। রোগটিকে নিয়ন্তনে মাঠে কাজ করছে টিম সেই সাথে খামারিদের বিভিন্নভাবে পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ রোগের লক্ষণ হলো জ্বর। পরে ত্বকের ওপরে বড় মাপের ফোড়া বা গোটা তৈরি হয়। মানুষের জলবসন্ত হলে যেমন হয়, এটা অনেকটা তেমনই।

গরুর সমস্ত শরীরে গোটা তৈরি হতে থাকে। এই রোগ মারাত্মক আকার ধারণ করে। এমন ক্ষেত্রে গরুর মৃত্যুর হার বেশি। আক্রান্ত গরুর পা ও অর্কোষ ফুলে যায়। আবার কিছু কিছু গরুর গলায় ঘা হয় এবং গরুর চামড়ার নিচে পচন ধরে। হাকিমপুর উপজেলায় প্রায় ৬৫ হাজার গবাদি পশু রয়েছে। তার মধ্যে আক্রান্ত সংখ্যা ৪শটার উপরে। আর মৃত্যু হয়েছে ৮টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST