আফ্রিকাতে টানা দুই মাস যাবত প্রবল বৃষ্টির ও বন্যার কারণে খোলা আকাশের নিচে অনাহারে মৃত্যু বরণ করছে শত শত জনগণ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ২:০৩ পূর্বাহ্ণ / ০ Views / Print This Post Print This Post
আফ্রিকাতে টানা দুই মাস যাবত প্রবল বৃষ্টির ও বন্যার কারণে খোলা আকাশের নিচে অনাহারে মৃত্যু বরণ করছে শত শত জনগণ

আফ্রিকাতে টানা দুই মাস যাবত প্রবল বৃষ্টির ও বন্যার কারণে খোলা আকাশের নিচে অনাহারে মৃত্যু বরণ করছে শত শত জনগণ

মোঃ সালেক উদ্দিন।
প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা।

IOUN স্বেচ্ছাসেবক কেনিয়া প্রকল্প সমন্বয়কারী Nyambuoro অস্টিন এর পাঠানোর তথ্য ও ভিডিও মতে।

আফ্রিকাতে টানা দুই মাস যাবত প্রবল বৃষ্টির ও বন্যার কারণে খোলা আকাশের নিচে অনাহারে মৃত্যু বরণ করছে শত শত জনগণ। বন্যায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ১. উত্তর কেনিয়া মান্দেরা, ওয়াজির, গারিসা ২.পশ্চিম কেনিয়া হোমবে, কিসুমু ৩. উপকূলীয় অঞ্চল মোম্বাসা, মালিন্দি, কিলিফি, টাইটা তাভেটা, সাম্বুরু ৪.পূর্ব মাচাকোস, কিতুই ৫. নাইরোবি দেশ বস্তি এলাকা ইত্যাদি

প্রেসিডেন্ট জেনারেল আম্ব. cosmos Yahzitere Okoh তার সমর্থন দান করেছেন এবং দেশ ও বহু জাতীয় নেতাদের প্রতি ক্ষতিগ্রস্তদের জরুরী প্রয়োজনের সাথে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি জানালেন যে ভুক্তভোগীদের বর্তমান পরিস্থিতি অসহনীয় কারণ অনেকে মারা গেছে, অন্যরা প্রাথমিক প্রয়োজনীয় সুবিধা ছাড়া খোলা মাঠে বসে আছে।

অনুদান পাঠাতে হবে
সংস্থার নাম: আমিসা সংগঠন।
ব্যাংকের নাম: কেনিয়া কমার্শিয়াল ব্যাংক- কেনিয়াশাখা।
কিবরা শাখাব্যাঙ্ক কোড: 01307
সুইফট কোড: KCBLKENX
অ্যাকাউন্ট নম্বর: 1314399616
মোবাইল ব্যাংকিং পেবিল: 522522
টিল নম্বর: 7567162
সংগঠনের জিমেইল: iounvolunteerskenya@gmail.com