ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে ভারতীয় আঙ্গুর চাষে  সাফল্য আব্দুল হাকিম 

admin
জুন ৩০, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ধুনটে ভারতীয় আঙ্গুর চাষে  সাফল্য আব্দুল হাকিম
নিয়ামুল ইসলাম, ধুনট (বগুড়া)
বাংলাদেশে ভারতীয় চয়ন জাতের আঙ্গুরের চাহিদা অনেক আগে থেকেই। অনলাইন মাধ্যম ইউটিউব দেখে অনেকে অনেক রকম ফলচাষে আগ্রহী হয়। তেমনি একজন যুবকের নাম আব্দুল হাকিম। সে বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর (কদলাপাড়া) এলাকায় নিজস্ব জমিতে ভারতীয় চয়ন জাতের আঙ্গুরের চাষ করে। তার বাগানে থোকায় থোকায় ঝুলে আছে চয়ন জাতের মিষ্টি আঙ্গুর। কৃষি উদ্যোক্তা হিসেবেও ব্যাপক সম্ভাবনা জাগিয়েছেন স্থানীয় এলাকায়।
উদ্যোক্তা আব্দুল হাকিম জানান, ইউটিউব দেখে ২০ হাজার টাকা পুঁজি দিয়ে আঙ্গুর চাষে আকৃষ্ট হই। পরে পরিচিত একজনের মাধ্যমে ভারত থেকে থেকে ২০২২ সালে চয়ন জাতের ৫০টি চারা সংগ্রহ করে ৮ শতক জমিতে রোপণ করি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় দামও বেশ ভালই পাওয়া যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে জমি বৃদ্ধি করে ১ বিঘা পরিমাণ জায়গা জুড়ে আঙ্গুরের চারা রোপন করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আব্দুল হাকিমের বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করাটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাকে দেখে অনেকে ফলদ বৃক্ষ রোপনে আগ্রহী হবে। তার আঙ্গুর ক্ষেতটি পরিদর্শন করেছি। ভালো ফলনের জন্য যাবতীয় পরামর্শসহ সেবা দিতে আমরা সবসময় তার পাশে আছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST