ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

(৭৬৮) জাতীয় শিক্ষা সপ্তাহে ৩৩ টি শ্রেষ্ঠত্ব অর্জন একই বিদ্যাপীঠ আচ্ছা দেয়ালের গান গান গাজীপুর 

Link Copied!

(৭৬৮) জাতীয় শিক্ষা সপ্তাহে ৩৩ টি শ্রেষ্ঠত্ব অর্জন একই বিদ্যাপীঠ আচ্ছা দেয়ালের গান গান গাজীপুর

সঞ্জয় চন্দ্র দাস  তিতাস (কুমিল্লা)  প্রতিনিধি
কুমিল্লা  তিতাস জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় গাজীপুর খান মডেল সরকারি হাই স্কুল এন্ড কলেজ  উচ্চ ম্যাধমিক  পর্যায়ে  শ্রেষ্ঠ   শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত  হয়েছেন। একই শিক্ষা প্রতিষ্ঠানের  শ্রেষ্ঠ  প্রধান শিক্ষক  আব্দুল বাতেন নির্বাচিত হয়েছেন।
জানা যায়,  ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান  বিভিন্ন প্রতিযোগিতা  অংশগ্রহণ করেন।  উক্ত অনুষ্ঠানে ৪০ ইভেন্টের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৩ টি এবং  উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ টি সর্বমোট ৩৩ টি  ইভেন্ট শ্রেষ্ঠত্ব অর্জন  করেন   গাজীপুর খান মডেল সরকারি  স্কুল এন্ড  কলেজ। এই ছাড়া  যার মধ্যে রয়েছে:
১শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ( কলেজ)- গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ।
২.শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( কলেজ শাখা)- অধ্যক্ষ আব্দুল বাতেন।
৩. শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( কলেজ শাখা)- প্রভাষক হালিমা আক্তার।
৪. শ্রেষ্ঠ রোভার শিক্ষক-
(কলেজ শাখা )প্রভাষক সালাউদ্দিন আহমেদ।
৫. শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক- ( স্কুল শাখা) রুনা লায়লা।
৬. শ্রেষ্ঠ রোভার মো. এস এম ইকবাল নাফিস।
৭. শ্রেষ্ঠ রোভার গ্রুপ-নাফিস ইকবাল ও তাঁর দল।
 ৮. শ্রেষ্ঠ গার্ল গাইড- নূর আনিশা পুতরী,
 ৯. শ্রেষ্ঠ স্কাউট-
 মোঃআশরাফুল আলম,
১০. শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ আশরাফুল আলম ও তাঁর দল,
১১. শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ- নূর আনিশা পুতরী ও তাঁর দল,
১২. শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) – মায়মুনা ইসলাম অর্পা
১৩. শ্রেষ্ঠ  শিক্ষার্থী ( কলেজ)- রাকিব হাসান
১৪.বাংলা রচনা ক গ্রুপ- সায়মা তানজিন
১৫. বাংলা রচনা খ গ্রুপ- মায়মুনা ইসলাম
১৬. বাংলা কবিতা আবৃতি ক গ্রুপ- সায়মা তানজিম পৃহা
১৭. বিতর্ক প্রতি: ক গ্রুপ- শায়লা আফরোজ
১৮. বিতর্ক প্রতি খ গ্রুপ- জুই নূর
১৯. উচ্চাঙ্গ সংগীত ক- কাজী নাবিলা হক
২০. উচ্চাঙ্গ সংগীত খ- লামিয়া আফরোজ
২১. লোকসংগীত ক গ্রুপ – কাজী নাবিলা হক
২২. লোকসঙ্গীত খ গ্রুপ- লামিয়া আফরোজ
২৩. জারীগান ক গ্রুপ- স্নেহা ও তাঁর দল
২৪. নির্ধারিত বক্তৃতা ক গ্রুপ- সায়মা তানজিম পৃহা
২৫. নির্ধারিত বক্তৃতা খ গ্রুপ- খাদিজা আননূহা
২৬. অভিনয় ক গ্রুপ- শায়লা আফরোজ
২৭. অভিনয় খ গ্রুপ- খাদিজা আননূহা
২৮. অভিনয় গ গ্রুপ – মারুমা সুলতানা
২৯. নৃত্য উচ্চাঙ্গ খ গ্রুপ- মুবাশশিরা জাহান
৩০. নৃত্য উচ্চাঙ্গ গ গ্রুপ- সাদিয়াতুন নাহার
৩১. লোক নৃত্য ক গ্রুপ- সামিয়া তানজিল সাবা
৩২. লোক নৃত্য খ গ্রুপ- নূর আনিশা
 পুতরী
৩৩. লোক নৃত্য গ গ্রুপ – সাদিয়াতুন নাহার
এই ছাড়া অধ্যক্ষ আবদুল বাতেন তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন,  সকলের সার্বিক সহযোগিতায় এবারের শিক্ষা সপ্তাহে ৩৩ টি প্রতিযোগিতা আমরা কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি। গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ  পরিবারে  সভাপতি ও অভিভাবক সদস্য এবং  সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক – শিক্ষিকাসহ স্হানীয়দের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST