কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম
মাদক ও উগ্রবাদ কে ‘ না’ বলি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখি এ স্লোগান কে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ২৬ শে জুলাই ২০২৩ ইং বুধবার সকাল ১১ টায় চৌদ্দগ্রাম উপজেলা মিয়া বাজার সংলগ্ন শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ শুভ রন্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বি পি এম (বার)। পুলিশ কনস্টেবল এর সঞ্চালনায় আরও দুটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান। উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পৌরসভা এর মেয়র, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সর্বনাশা মাদক এর থাবা থেকে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন পুলিশ প্রশাসনের একার দ্বায়িত্ব নয় মাদক নির্মুল করা বরং সরকারের আরও বিভিন্ন সংস্থা এবং জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান। মুখ্য আলোচক কুমিল্লা জেলা পুলিশ সুপার বিপিএম তাহার বক্তব্য বলেন, কোমলমতি ছেলে মেয়েদের প্রতি নজরদারি করা, সবসময় খোঁজ খবর নেওয়া এবং অভিভাবকদের সন্তানদের সাথে বন্ধু্তবপূর্ণ সম্পর্ক স্থাপন করা। মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। সভাপতি তার বক্তব্য বলেন,কুমিল্লা জেলা মাদক উদ্ধারে বাংলাদেশে আটমাসে প্রথম স্থান অর্জন করেন,এবং চৌদ্দগ্রাম উপজেলা কে মাদকমুক্ত ঘোষণা করেন।