ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক

সাতক্ষীরা কালিগঞ্জ গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুজাহিদ সাতক্ষীরা :
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা কালিগঞ্জ গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মুজাহিদ সাতক্ষীরা :
 সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল, সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার সময় মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠানের সভাপতি জি এম আব্দুল হাই এর সভাপতিত্বে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রাজধানী ঢাকার উত্তরা মেডিকেল কলেজ ফর উইম্যান এ্যান্ড হসপিটালের প্রফেসার ডাঃ এম এ কাদের, পারাবাত শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, ১১ নং রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, বিশিষ্ঠ সমাজ সেবক নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষারমান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন, খেলা-ধুলা, শরীরচর্চায় মনোযোগী হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে পাঠ দানের পাশাপাশি বাড়ীতে অভিভাবকরা যেন নিজের সন্তানটি ঠিক মতো লেখাপড়া করে সে জন্য সার্বক্ষনিক খোজখবর ও লেখাপড়ার উপর গাইড লাইন করবেন। এছাড়া অনুষ্ঠানে বক্তরা বাল্যবিবাহ ও ইবটিজিং প্রতিরোধে উপস্থিত সকলকে সচেতন হওয়ার আহবান জানান। সূধী সমাবেশ শেষে মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই শিশু শ্রেণি থেকে দশম শ্রেনী পর্যন্ত উক্তীর্ণদের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা করেন। এসময় প্রতিটি শ্রেণি কক্ষের মেধা তালিকা অনুসারে প্রথম, দ্বিতীয় ও তীতৃয় স্থান অধিকারীকে বিশেষ পুরুষ্কারে ভূষিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।