ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিয়ারের অষ্টম বারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

বিজয় বড়ুয়া (দীঘিনালা প্রতিনিধি)
অক্টোবর ৩১, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ক্যারিয়ারের অষ্টম বারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

বিজয় বড়ুয়া (দীঘিনালা প্রতিনিধি)
ফুটবল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেয়া মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর আবারও উঠেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে। এ নিয়ে অষ্টমবারের মতো এ পুরস্কার জিতলেন তিনি। সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতে তিনি সকলের আরও ধরা-ছোঁয়ার বাইরে। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার জিতেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ব্যালন ডি’অর-২০২৩ জেতার দৌঁড়ে মেসি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তার আগে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও আগাম জানিয়ে দিয়েছিলো মেসির হাতেই এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে । কোনো কোনো সংবাদমাধ্যম ব্যালন ডি’অরের ওপর মেসির মুখও বসিয়ে দিয়েছিলো। গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে মেসির। মৌসুমটিতে ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতাটুকুও ঘুচিয়েছেন ইন্টার মায়ামি তারকা। ৩৬ বছর পর মেসির হাত ধরেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্টেরে সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ জিতে নিজের সব চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার কথাও বলেছিলেন মেসি। কিন্তু ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল বিশ্বকাপ জয়ের বছরে ব্যালন ডি’অরের পুরস্কারটাও মেসির হাতেই উঠুক। প্যারিসে সেই সমর্থকরাই যেন আজ জিতেছেন। নয়তো মেসি তো ব্যালন ডি’অর নিয়ে নিজের আর কোনো আকাঙ্ক্ষা না থাকার কথা জানিয়েই দিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST