ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পুলিশ বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়েছে 

মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি :
জুলাই ১৯, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ায় পুলিশ বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়েছে

মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি :

একদফা দাবিতে বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার আনুমানিক ১২ টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে সহ বগুড়া বেশ কিচু স্হানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষ ঠেকাতে একাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে হয় পুলিশকে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ বিষয়ে, পুলিশ বলছে, কোনো কারণ ছাড়াই বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে দাবি করেছে বিএনপি ৷

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে পুরো শহর থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায
বেলা এগারোটায় বিএনপির নেতাকর্মীরা দুই অংশে ভাগ হয়ে পদযাত্রা শুরু করে। শহরের উত্তরপ্রান্ত মাটিডালি এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এক অংশ অপর অংশ দক্ষিণ বনানী এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শুরু হয়ে শহরে প্রবেশ করতে পরিকল্পনা করেন বিএনপি ৷
এদিকে
পদযাত্রা যখন শহরের ইয়াকুবিয়া মোড়ে আসে তখন পুলিশ তাদের মূল শহর সাতমাথায় প্রবেশ করতে বাধা দেয়। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে হাতে থাকা প্ল্যাকার্ড ছুড়তে থাকে পুলিশের দিকে। পরে পুলিশ কিছুটা পিছু হটলে পদযাত্রাটি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা ইট ছুড়তে থাকে পুলিশের ওপর ৷

পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ও টিয়ারসেল ছোড়া শুরু করে। তখন নেতাকর্মীরা পিছু হটে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ শতাধিক রাউন্ড গুলি, টিয়ার শেল ছুড়েছে
এ বিষয়ে
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, ‘পুলিশ কোন ধরনের উস্কানি বা বাঁধা দেয়নি বিএনপির পদযাত্রায়। কিন্তু হঠাৎ তাদের নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে। এতে পুলিশের ছয় সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। এজন্য তাদের কেউ আহত হয়নি।’’ বলে জানা যায়
এ দিকে বি এনপি পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষে বিকট শব্দ ও ধোয়াই ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০জন শিক্ষার্থী আহত হয় এবং তাদের হাসপাতালে নেওয়া হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বগুড়া বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল, ডাঃ মিশু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST