বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
চন্দ্র কান্ত মন্ডল (চন্দন)
দাকোপ প্রতিনিধি,খুলনা।
খুলনা জেলাধীন দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পহেলা নভেম্বর বিকাল চারটায় দেশ বিরোধী ষড়যন্ত্র, পুলিশ হত্যা, বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিঃ অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে ও মির্জা সাইফুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন থেকে বার বার (ছয় বার) নির্বাচিত চেয়ারম্যান জননেতা শ্রী বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মানস কুমার রায় সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিলটি চুনকুড়ি মোড় হয়ে কলেজ রোড দিয়ে বাজুয়া বাজার প্রদক্ষীণ করে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।