বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে,, মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ও যুদ্ধরাজ ইসরাইলের বিরুদ্ধে,,, কলকাতায় মহা মিছিল ও সমাবেশ ।
আজ ২রা নভেম্বর বৃহস্পতিবার, বেলা একটাই মৌলালীর রামলীলা পার্কে বিভিন্ন সংগঠনের সদস্যরা জমায়েত হয়ে দুপুর দেড়টায় এক বিশাল মিছিল, রানী রাসমণি পর্যন্ত আসে , এবং সেখানে সমাবেশ করেন, প্রায় কয়েক হাজার বিভিন্ন সংগঠনের সদস্যরা এই মিছিলে পায়ে পা মেলান, মহিলা থেকে শিশু, শিশু ও মহিলাদের উপর অত্যাচার ও গণহত্যার প্রতিবাদে আজকের এই মিছিল ও সমাবেশ, তাদের দাবী অবিলম্বে এই গণহত্যা বন্ধ হোক। যুদ্ধবাজ ইসরাইল নিপাত যাক এই স্লোগান দিতে থাকেন। প্রত্যেকের হাতে ছিল পোস্টার ও শিশুদের মৃত দেহের ছবি।
সমাবেশে বিভিন্ন সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন, ,,,
জনাব মাওলানা আবু তালেব রহমানী,,, সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
উপস্থিত ছিলেন, জনাব আলমগীর সর্দার, সম্পাদক জমিয়তে আহলে হাদীস পশ্চিমবাংলা ।
উপস্থিত ছিলেন ,মাওলানা আতিফ আলী আল কাদেরী, বাগনান হাওড়া
উপস্থিত ছিলেন জনাব মুফতি আব্দুল মাতিন ,,সাধারন সম্পাদক all india সুন্নাতুল জামাত।
উপস্থিত ছিলেন ,মাতলানা আনোয়ার হোসেন কাশেমী, সভাপতি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।
উপস্থিত ছিলেন মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিক, সভাপতি জমিয়েত উলেমারে বাংলা।
উপস্থিত ছিলেন কামারু জ্জামান, জিএস , এ বি এম ওয়াই এফ।
এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা, আজকের সবাই সমস্ত সদস্যকে একতাবদ্ধ করে তারা একটা বার্তা দিলেন কেউ যেন ইসরাইলি জিনিস ব্যবহার না করেন এবং আরেকটি বার্তা সাথে সাথে দিলেন নিরীহ শিশু নারীদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক, মোদি সরকার ব্যবস্থা গ্রহণ করুক। , কেন নিরীহ ছোট ছোট শিশুদের এইভাবে হত্যা করা হচ্ছে এবং নারীদের ,সবকিছু দেখেও মাননীয় প্রধানমন্ত্রী নির্বিকার, আমরা তীব্র ধিক্কার জানাই। এবং যুদ্ধবাজ নিপাত যাক। আজ সারা কলকাতা ধর্মতলা চত্বর স্তব্ধ করে দেয় এই মিছিল, কামারু জ্জামান এর নেতৃত্বে এই মিছিল বিশালাকার ধারণ করে,
রিপোর্টার,, শম্পা দাস ও সমরেশ রায়,,কলকাতা