রাঙ্গাবালিতে এক যুবক ঘলায় রশি দিয়ে আত্মহত্যা
মোঃজাহাঙ্গীর হোসেন রাঙ্গাবালি’পটূয়াখালী’প্রতিনিধী।
পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার ইস্রাফিল ভাণ্ঠারী(১৮)নামেরএক যুবক বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।রবিবার রাত৮ঘটিকার সময় উপজেলার বড় বাইসদিয়া ইউনিয়ানের৬নং চর গঙ্গা গ্রামের রুহুল ভান্ডারীর ছেলে ইসরাফিল ভান্ডারী।স্থানীয়রা জানান বাবার সাথে কথার কাটাকাটি হয় এক পর্যায় তার বাবার উপরে অভিমান করে বাসা থেকে চলে যায় সন্ধ্যার সময় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরে রাত আটটার দিকে তার নিজ বাড়িরসামনে প্রীতি রহমান স্কুলের ভিতরে আরার সাথে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সুজনরা ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে থানায় খবর দেন খবর পেয়ে লাশ টি উদ্ধার করেন পুলিশ।রাঙ্গাবালি থানার তদন্ত ওসি আব্দুস সালাম জানান ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।