সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাকের ভূঁইয়ার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সালেক উদ্দিন – চট্টগ্রাম।
প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার উদ্যোগে।
বিএনপি-জামাতের হরতাল, অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর ২৩) বিকাল ৫টার দিকে প্রতিবাদ মিছিলটি উপজেলার পৌরসদরস্থ উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাইপাস পদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে এসে শেষে এক প্রতিবাদ সমাবেশ শুরু হয় ।উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ২০১৩-১৪ সালে যেভাবে জামাত শিবিরের নাশকতা থেকে আমরা সীতাকুণ্ডকে রক্ষা করেছিলাম। ঠিক তেমন করে ২০২৩ সালেও আমরা ঐক্যবদ্ধ থেকে এই বিএনপি জামাতের নৈরাজ্য থেকে সীতাকুণ্ডবাসী কে আমরা রক্ষা করতে পারব। তিনি আরো বলেন এখানে ঐক্যের কোন বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখবো। তবে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আশা করছি আমা