হিলিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সোমবার সকালে খেলার উদ্বোধন করেন উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম।

এসময় সহকারি শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, মাহমুদুন্নবীসহ বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনি খেলায় সিংড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে ধাওয়া নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়।

উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে ৪টি ফুটবল দল অংশগ্রহন করছেন। আগামীকাল মঙ্গলবার চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *