ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক

কইল সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন শুরু

admin
মার্চ ২৯, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ= আগামী ৩০ মার্চ ২০২৪ ইং ১৬ চৈত্র ১৪৩০ বাংলা, শনিবার ৯০ তম শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মাতৃকার শুভকল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে শনিবার সন্ধ্যায় শ্রীমদ্ভগ্বদ, গীতা পাঠ, গঁঙ্গা আবাহন, মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামে কইল সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে ১৬ প্রহর (দুই দিনব্যাপী) ১৭ চৈত্র রবিবার, ও ১৮ চৈত্র সোমবার, এই দুইদিন রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশিত হবে। এবং আগামী ১৯ চৈত্র ২ এপ্রিল মঙ্গলবার কুঞ্জভঙ্গ কীর্তনান্তে মধ্যাহ্নে শ্রী শ্রী মন্মাহাপ্রভুর ভোগ নিবেদন ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির অবসান হবে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি সূত্রে জানা গেছে, লীলা কীর্তন পরিবেশন করবেন, নওগাঁর- শ্রী বেনীমাধব মহন্ত। নাটোরের- শ্রী সুশান্ত সরকার (শান্ত)। নীলফামারীর – শ্রীমতি মাধবী কৃষ্ণাদাসী। বগুড়ার – শ্রীমতি প্রতিমা দেবী (টপি)। ১৬ প্রহর ব্যাপী (দুইদিন) হরিনাম যজ্ঞা অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, এমনটাই জানান মন্দির কমিটি। সেইসঙ্গে সকল ভক্তবৃন্দদের যজ্ঞ অনুষ্ঠান পদচারণার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।