ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক
আজকের সর্বশেষ সবখবর

কবিতা -” হাহাকার “

admin
এপ্রিল ৮, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কবিতা -” হাহাকার ”
কবি-মোঃ আব্দুল হামিদ

দ্রব্য মূল্যের বৃদ্ধির তরে চলছে অনাচার।
হাহাকার চলছে তাই সাধারণ জনতার।
কামায় রুজির সাথে দ্রব্য মূল্যের নেই কোন মিল।
কোটি পতির কোটি টাকা নেই তাদের চিন্তা!

হাহাকার চলছে সাধারণ মানুষের,
যাদের নুন আনতে পুরিয়ে যায় পান্তা।।
এভাবে সাধারণ মানুষের চলবে কত অনাচার?
সিন্ডিকেট ব্যবসাইদের কি হবেনা বিচার?
সাধারণ মানুষের চলবে কত এমন হাহাকার!

এই যদি হয় সোনার বাংলা দেশে।
তাহলে সাধারণ মানুষ হয়ে যাক শেষ।
সোনার দেশে সোনার মানুষ ভি আই পি রাই থাক।
তা নাহলে সাধারণ জানতার শুন এবার ডাক।
দ্রব্য মূল্যের দাম কমাও দেশ প্রধানের কাছে মিনতি!

দূর্নীতি নয় সম্প্রতি চাই আমরা সকল জনতা।
দ্রব্য মূল্যর দাম কমালে কাটবে কিছু দারিদ্রতা।
তা নাহলে হাহাকার নয়,হুংকার দিবে সাধারণ জনতা।
সোনার দেশে চলছে পারেনা…
সেন্ডিকেট অরাজকতা।

কেউ সুখে কেউ দুঃখেও খেতে পারবেন।
সবাই এক হলে তা হবেনা তা হবেনা।
সোনার বাংলার সবার কাছে এ হলো আবদার।
দ্রব্য মূল্যের দাম কমিয়ে কাটাও মোদের হাহাকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।