ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিনের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি মোঃওয়াজ কুরনী
ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

হিলিতে বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিনের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন ওরফে আতা (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি’র মুহাড়াপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। এর আগে বাংলাহিলি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও হাকিমপুর থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন আতাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। পরে সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তিনি হাকিমপুর হিলি পৌর সভার ১নং ওয়ার্ডের মুহাড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার শাস কষ্ট জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।