ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একজনের মৃত্যু এবং অভিযোগ কারিনীর পরিবারকে প্রাণ নাশের হুমকি

Link Copied!

ভোলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একজনের মৃত্যু এবং অভিযোগ কারিনীর পরিবারকে প্রাণ নাশের হুমকি
মোহাম্মদ জুয়েল মাষ্টার বরিশাল চীফ ব্যুরো ও ক্রাইম রিপোর্টার।
ভোলা বোরহানউদ্দিন বড় মানিকা ৫ নং ওয়ার্ডে বউ বাজার সংলগ্ন উত্তর পশ্চিম পাশে,মোহাম্মদ মোস্তফা চাঁপাদার বাড়িতে,পূর্ব শত্রুতার জের ধরে,মোহাম্মদ মোস্তফা চাঁফাদার (৫৭) কে পূর্ব পরিকল্পনা মাফিক হত্যা।
 ঘটনাস্থলে থাকা স্থানীয় পাড়া প্রতিবেশী- মোছাম্মদ ছাহেরা খাতুন, স্বামী:সাহাজল, মোসাম্মদ মুক্তা, স্বামী:  মেহাম্মদ জিয়া উদ্দিন,মোছাম্মদ লিজা,স্বামী:মোহাম্মদ  শাহাবুদ্দিন,মোছাম্মদ রাজিয়া,স্বামী  মোহাম্মদ মোতাসিন, মোছাম্মদ তাসলিমা, স্বামী:সোহেল, মোহাম্মদ হারুন চাপাদার,পিতা: মোহাম্মদ হারুন,পিতা:শাহাবুদ্দিন এরা সংবাদ কর্মীদেরকে জানান,
গত ১৪/০৪/২০২৪ ইং তারিখ রোজ রবি বার অনুমান রাত ০৮:০০টায় মোহাম্মদ মোস্তফা চাপাদার বাড়িতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে, মোহাম্মদ মোস্তফা চাপালাদারের স্ত্রী মোসাম্মদ মোহছেনা আক্তার (৪৫) এর সাথে,মৃত মোহাম্মদ সহিজল হাং এর স্ত্রীর মোসাম্মদ মমতাজ (৪০)এর সাথে কথা কাটা-কাটি হয়।এই তুচ্ছ কথা কাটা-কাটিকে কেন্দ্র করে,মোহাম্মদ হানিফ বাঘা (৫৭) পিতা: মৃত,মোহাম্মদ ভূইয়া বাঘা, মোহাম্মদ ইব্রাহিম বাঘা (২৮),পিতা:মোহাম্মদ হানিফ বাঘা,মোহাম্মদ ইউসুফ বাঘা (২৫) পিতা: মোহাম্মদ হানিফ বাঘা,মোছাম্মদ পারভীন (৪০) স্বামী:মোহাম্মদ হানিফ বাঘা, মোসাম্মদ মমতাজ (৪০)স্বামী মৃত: শহিজল হাং এর স্ত্রীর সাথে কথা কাটা-কাটি হয়,পরবর্তীতে মোহাম্মদ হানিফ বাঘা গংরা মোস্তফা চাঁপাদারের স্ত্রীর গায়ে হাত দেন,তখন স্ত্রীকে বাঁচানোর জন্য মোস্তফা চাঁপাদার এগিয়ে আসলে তাকে হানিফ গংরা একাধারে কিল,ঘুসি, লাথি মারেন।
অভিযোগকারীনি, মোহাম্মদ মোস্তফা চাপাদার এর স্ত্রী,মোছাম্মদ মোহছেনা আক্তার (৪৫) জানান, আমার স্বামী মৃত মোহাম্মদ মোস্তফা চাপাদার (৫৭) একজন সহজ সরলক প্রকৃতির লোক ছিল, তিনি কখনো কারো সাথে তেমন কোন ঝগড়া বিবাদ করতেন না। হত্যাকারী,মোহাম্মদ হানিফ বাঘা(৫৭),পিতা: মৃত, ভূইয়া বাঘা, মোহাম্মদ ইউসুফ বাঘা (২৫) পিতা:মোহাম্মদ হানিফ বাঘা,মোহাম্মদ ইব্রাহিম বাঘা(২৮) পিতা:মোহাম্মদ হানিফ বাঘা,মোছাম্মদ  পারভিন (৪০),স্বামী:মোহাম্মদ হানিফ বাঘা মোসাম্মদ মমতাজ( ৪০) স্বামী:মৃত সহিজল হাং – এরা দুষ্ট ও ডাকাত প্রকৃতির লোক বটে,এই সমাজে এরা অসামাজিক কর্ম-কান্ডের সাথে জড়িত। এ সমাজের কেউ তাদের ভয়ে,তাদের অন্যায় কাজের প্রতিবাদ করার সাহস পায় না। তাছারা আমাদের পরিবারের সাথে এদের পরিবারের পূর্ব থেকেই ছোট-খাটো সমস্যা লেগেই থাকত। যেমন- কথা কাটা-কাটি ও ঝগড়া-বিবাদ এবং মারামারি প্রায় লেগেই থাকতো।এরই রেশ ধরে,আমার স্বামী মৃত:মো.মোস্তফা চাঁপাদারকে পূর্ব পরিকল্পনা মাফিক শরীরের বিভিন্ন স্থানে কিল,ঘুসি ও লাথি মারেন।এক পর্যায়ে আমার স্বামী,মোহাম্মদ মোস্তফা চাপাদার মাটিতে লুটিয়ে পড়লে।উপরে অভিযুক্ত,মোহাম্মদ হানিফ গংরা বুকের উপর উঠিয়া পারাতে থাকেন এবং তল পেটে লাথি মারেন। এক পর্যায়ে আমাদের ডাক-চিৎকার শুনে আশ পাশের  লোক-জন এগিয়ে আসলে,হামলাকারী মোহাম্মদ হানিফ গংরা পালিয়ে যান। তারপর আমার স্বামী মোহাম্মদ মোস্তফা চাপাদার (৫৭)কে হামলাকারী হানিফ গংদের কবল থেকে রক্ষা করে,ভোলা সদর হসপিটালে পাঠানো হয়। ভোলা সদর হসপিটালে রাত ১১:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উপরিউক্ত অভিযোগটি প্রসঙ্গে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকিরের সাথে কথা বললে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানান,মৃত মোহাম্মদ মোস্তফা চাপাদার(৫৭) মৃত্যুর দুর্ঘটনাটি  একটি অপমৃত্যুর ঘটনা মনে হচ্ছে।তবে পরে ময়না তদন্তের রিপোর্ট আসলে,সঠিক ভাবে বলা যাবে যে,এটা খুন নাকি আত্ম-হত্যা।ভোলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের সাথে উপরিক্ত বিষয়ে কথা বললে, তারা উক্ত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উপরিউক্ত বিষয়টি প্রসঙ্গে স্থানীয় ৯ নং বড় মানিকার ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি।
উপরিউক্ত অভিযোগের বিষয়টি সম্পর্কে অভিযোগকারীনি মৃত,মোহাম্মদ মোস্তফা চাপাদারের স্ত্রী,মোসাম্মদ মোহসেনা আক্তার সংবাদকর্মীদের আরো জানান,যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাছে তারা জিম্মি হয়ে আছেন। এর কারণে তারা স্থানীয় প্রভাবশালী লোকজনদের চাপের মুখে দিন অতিবাহিত করছেন এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে তার স্বামী: মৃত,মোহাম্মদ মোস্তফা চাপাদার এর হত্যার সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত সাপেক্ষে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST