পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানির বগুড়া সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার বিজ্ঞপ্তি
মোঃ জাহিদ হাসান / বগুড়া ও গাবতলী জেলা প্রতিনিধি:
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে বগুড়া আঞ্চলিক কার্যালয়ে আওতাধীন এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কটির চার লেন – এ প্রশন্তকরন কাজের ফলে বগুড়া বনানী মোড় হতে তিনমাথার রেলগেট পর্যন্ত বিদ্যমান বিতরণ পাইপ লাইনটি নতুন এলাইনমেন্টে পুন:স্হাপন করা হয়েছে । উক্ত পুন: স্থাপিত পাইপলাইনে গ্যাস প্রবাহের জন্য বিদ্যমান নেটওয়ার্কের সাথে – TIE-in কাজ আগামী ১৬/০৬/২০২৩ ইং তারিখ শুক্রবার ভোর ০৪:০০ ঘটিকা হতে ১৮/০৬/২০২৩ তারিখ রবিবার ভোর ০৪:০০ ঘটিকা পর্যন্ত মোট ৪৮ ঘন্টায় সম্পন্ন হবে । ফলে আগামী ১৬/০৬/২০২৩ তারিখ শুক্রবার ভোর ০৪:০০ ঘটিকা হতে ১৮/০৬/২০২৩ তারিখ রবিবার ভোর ০৪:০০ ঘটিকা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা বগুড়া আঞ্চলিক কার্যালয় ভুক্ত বিতরণ নেটওয়ার্ককে গ্যাস সরবরাহ সামরিক বন্ধ থাকবে
বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সকল শ্রেণীর গ্রাহকের এ অনাকাঙ্খিত অসুবিধার জন্য পিজিসিএল কৃতপক্ষ আন্তরিকভাবে দুঃখিত জানিয়েছেন