ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক
আজকের সর্বশেষ সবখবর

হাজিরহাট বাজারে সার্বজনীন মন্দিরে কালী পূজা উৎসব অনুষ্ঠিত

দিপু মন্ডল জেলা প্রতিনিধি যশোর
নভেম্বর ১৩, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাজিরহাট বাজারে সার্বজনীন মন্দিরে কালী পূজা উৎসব অনুষ্ঠিত

দিপু মন্ডল -প্রতিনিধি যশোর

যশোরের মনিরামপুরে উপজেলায় ব্যাপী বিভিন্ন জায়গায় শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত আজ হাজিরহাট বাজারে ব্যাবসায়ীবৃন্দ নেতৃত্বে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হাজিরহাট সার্বজনীন কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কালী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব কালি কালী ,শ্যাম পূজা সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে কালীপূজার দিন হিন্দু ধর্ম অবলম্বীরা স্যান্ধায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।একে বলা হয় দীপাবলি। ঢাকেশ্বর জাতীয় মন্দির, রমনা মন্দির রামকৃষ্ণ মিশন ও মঠ সিদ্ধেশ্বরী কালী মন্দির, (স্থান হাজির হাট বাজার সার্বজনীন কালী মন্দির) হিন্দু পুরাতন মতে দুর্গারই একটি শক্তি কালী দেবী । সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালী নামের উৎসব। শক্তির পূজা হচ্ছে কালীপূজা জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।কালী দেবী ভক্তদের কাছে শ্যামা,আদ্য মা তারা মা,চামুন্ডি ভদ্রকালী,দেবী মহামায়াসহ বিভিন্ন মানে পরিচিতি। কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তুরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালী পূজা করা হয় । মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্তেচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয় ।তবে গৃহস্থ বাড়িত অতান্ত্রিক ব্রাক্ষণমতে আদ্যশক্তি কালীর রূপে কালীপূজা অনুষ্ঠিত হয় ।কালী শ্মশানের অধিষ্ঠাতী দেবী ।তাই বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধাম সহ অনুষ্ঠিত হয় শ্মশানকালী পূজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।