ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

দুই বিয়ের খেসারত দিতে গিয়ে ছেলের হাতে পিতার মৃত্যু

স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
নভেম্বর ২৩, ২০২৩ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

দুই বিয়ের খেসারত দিতে গিয়ে ছেলের হাতে পিতার মৃত্যু

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার :

জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন উদয়পুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৪৫) প্রায় ৩ বৎসর আগে তাঁর ২য় স্ত্রীকে নিয়ে আনিপুকুর হাটে বাড়ি করে বসবাস করতেন। এমতাবস্থায় তাঁর আগের পক্ষের ছেলে রেজভি আহম্মেদ, তাঁর নানার বাড়ি একই জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে বসবাসকালে তাঁর বাবা আব্দুল আলিমের বাড়িতে এসে প্রায় জমিজমার ভাগ চাইতেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামের অনেক মানুষ জানতেন। এরমধ্যেই গত ২১ নভেম্বর রেজভি (১৯) তাঁর পিতার বাড়ি আনিপুকুর এসে রাতে অবস্থান নেন এবং মাঝরাতে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিতা আব্দুল আলিম ও তাঁর সৎ মা তাছলিমা বেগমকে গুরুতর আহত করেন। এমতাবস্থায় রাতেই তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাকালে আব্দুল আলিম মারা যান এবং তাছলিমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গ্রামবাসীর মতে, দুই বিয়ের কারণে এবং জমিজমা ছেলেকে না দেওয়ার কারণে আব্দুল আলিমকে ছেলের হাতে প্রাণ দিতে হলো।

কালাই থানার ওসি মোঃ ওয়াসিম আল বারী জানান, এ ঘটনার প্রেক্ষিতে উক্ত খবর লেখা অবস্থায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনার কারণে এলাকায় যারা দুই বিয়ে করেছেন, তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বলে সুধীমহল জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST