ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় জমে উঠেছে শপিং মল গুলো ক্রেতাদের উপছে পড়া ভীড়

admin
এপ্রিল ৭, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=বগুড়ার দুপচাঁচিয়া সহ আশেপাশের বিভিন্ন বাজারগুলোতে শুরু হয়েছে ঈদের বাজার। দূর- দূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণায় এবং কোলাহলে যেন মুখরিত হয়ে উঠেছে জামা কাপড়ের ছোট বড় শপিং মল গুলো। জামা কাপড়ের দোকান কিংবা শপিং মল গুলোতে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে এ ধরনের দৃশ‍্যের চিত্র। কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহে সৃষ্টি হওয়া তীর্ব গরমকে উপেক্ষা করে চলছে ক্রেতাদের পছন্দের বিভিন্ন পোশাক কেনার প্রতিযোগিতা। তবে এসব শপিং মলে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি অত্যান্ত বেশি লক্ষ্য করা গেছে।রমজানের শুরুর দিকে বেচা-কিনা একটু কম হলেও ২০ রমজান থেকে স্বাভাবিকভাবে জমে উঠেছে ঈদের শপিং বলে এই প্রতিবেদককে জানান বিক্রেতারা। দুপচাঁচিয়ার ছোট বড় বিভিন্ন শপিং মল কিংবা বেশ কিছু পোশাকের দোকান ঘুরে দেখা গেছে নারী ও শিশুদের পোশাক তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। দোকান মালিক সূত্রে জানা যায়, এবার ঈদে নারী ক্রেতাদের চাহিদা থ্রি পিস, টুপিস, আলিয়া, কাটিন লেহিঞ্জা, কাটড্রেস, গাউন সেলোয়ার- কামিজ, আর পুরুষদের চাহিদা শুধু পাঞ্জাবিতে। শুধু শহরের শপিং মল গুলোতে নয় একই পরিস্থিতি বিরাজ করছে গ্রামগঞ্জের বিভিন্ন হাট ও বাজারগুলোতেও। দুপচাঁচিয়া নিউ মার্কেট, সুরুজ আলী সপ, ও চেয়ারম্যান মার্কেটসহ আরো কয়েকটি মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়যে, এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দাম একটু বেশি এ কারণে ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করতে হয়। এমনটাও জানিয়েছেন শপিং করতে আসা ক্রেতারাও।বিক্রেতারা বলছেন আমরা সীমিত লাভে পোশাক বিক্রি করছি। ঈদ উপলক্ষে শপিং করতে আসা ক্রেতা কুলছুম বিবি, সনিয়া আখতার, সহ আরো অনেকেই বলেন যে, গত বছরের তুলনায় এবছর ঈদে পোশাকের দাম অনেক বেশি মনে হচ্ছে। তবুও ঈদ বলে কথা পছন্দের পোশাক একটু বেশি দাম হলেও নিতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্রেতাগণ জানান ঈদের দিন যতই ঘনিয় আসছে ততই যেন শপিং মল গুলোতে উপছে পড়া ভিড় ততই বেড়েই চলেছে। এ কারণে খুব দ্রুত ক্রেতাদের সাধ্যের মধ্যে পছন্দের পোশাক নিচ্ছি। ঈদকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য দুপচাঁচিয়া থানা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার, সে বলেন শুধু শপিং মল না, ঈদ উপলক্ষে পুড়ো দুপচাঁচিয়া উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকিয়ে রাখা হবে। যেন উপজেলা মানুষ সুন্দর ও সু-শৃংখল ভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য দুপচাঁচিয়া থানা পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।