ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

টেকারঘাট মাধ্যমিক বালিকা ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জোরপূর্বক দখলের অভিযোগ

মনিরামপুর যশোর প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

টেকারঘাট মাধ্যমিক বালিকা ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জোরপূর্বক দখলের অভিযোগ

মনিরামপুর যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জোরপূর্বক ঘিরে রাখার অভিযোগ পাওয়া গেছে। যে কোনো সময় বিবাদ রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা রয়েছে। উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের শেষ প্রান্তে পাঁচাকড়ি ২৪৫ মৌজার ১৮২৩ দাগে ১৯৮৩ সালে টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবন স্থাপিত, ১৮২৪,১৮২৫,১৮২৬ দাগে মাঠ এবং পাশে থাকা ১৮৩২ দাগে ২টি সনাতন ধর্ম অবলম্বী পূজা মন্দির সহ ১৮৩৪,১৮২৮,১৮২৯,১৮৩০,১৮৩১ দাগে সরকারের বিক্রয়কৃত হাট বাজার, দোকান ঘর।৭৯০ খতিয়ান ভুক্ত ১৮২৩,১৮২৪,১৮২৫,১৮২৬,১৮২৭,১৮২৮,১৮২৯,১৮৩০,১৮৩১ ও ১৮৩৪ দাগের ৯৮ শতক জমি ১৫ বছর মেয়াদী ভূমিহীন বলে নীল রতন মল্লিকের নামে এসএ রেকর্ড করিয়েছিলেন, পরবর্তীতে ১২/Xlll/৯৫/৯৬ নং মিস কেস মোতাবেক ওই বন্দোবস্ত বাতিল হয়ে ১ নং খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। সেই জন্য ভূমি অফিস খাজনা (দাখিলা) স্থগিত করে দেয়। সরেজমিনে গিয়ে জানা যায় ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে পৈত্রিক সম্পত্তি দাবি করে মহেশ্বর মল্লিক,কানু মল্লিক, সুকুমার মল্লিক,গুরুদাস মল্লিক, বিমল মল্লিক, অমল মল্লিক,শ্যামল মল্লিক সহ কয়েকজন দুষ্কৃতকারী বাঁশের বেড়া দিয়ে ঘিরে লাগানো হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা বসবাসের জন্য তৈরি করা হয়েছে টিনের ছাউনি চাচের বেড়ার ঘর পাশের রয়েছে ঝুলন্ত বাথরুমেও বলে অভিযোগ করেন এলাকাবাসি যা একেবারে গ্রহণযোগ্যনা , এই ঘটনাকে কেন্দ্র করে বাদী ও বিবাদী সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আদালতে মামলা হয়েছে যার নাম্বার সি আর ৯৯/২৪ বাদী অমল মল্লিক জানান, এই দাগের জমি আমার পৈত্রিক তাই ঘিরে রেখেছি তাছাড়াও ৩২ জনকে আসামি করে আদালতে একটা মামলা করেছি ।পাঁচাকড়ি গ্রামের আব্দুর রাজ্জাক গাজী জানান, এই সরকারি জমির যে সমস্ত ব্যক্তি ভূমিহীন বলে বন্দোবস্ত নিয়েছিল তারা কেউ ভূমিহীন না। এই ঘটনা কে কেন্দ্র করে সাবেক মেম্বার রাজকুমার বিশ্বাস বলেন, যেকোনো সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা রয়েছে। বাজার কমিটির সভাপতি সুজিত মন্ডল জানান, স্কুলের মাঠ জোরপূর্বক ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের চলাচলের গতিরোধ করছে এবং ছাত্র ছাত্রীদের খেলার মাঠ বন্ধ করে দিয়েছে কিছু দুষ্কৃতিকারী এর প্রতিকার হওয়া উচিত। এ ব্যাপারে নেহালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষ্ণু পদ মল্লিক জানান, এ বিষয়ে অভিযোগ হয়েছিল তার তদন্ত রিপোর্ট পাঠিয়েছি যার স্মারক নাম্বার ২৫২। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান জানান, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নেহালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এম ফারুক হোসেন বলেন, টেকার ঘাট বাজার উপজেলা থেকে সরকারিভাবে ইজারার মাধ্যমে বিক্রি করা হয়েছে সেহেতু জনগণের জন্য বাজার উন্মুক্ত করে দিতে হবে, সে কারণে বৃহস্পতিবার সকালে বাঁশ দিয়ে ঘিরে রাখা হাট বাজার বাঁশের বেড়া ভেঙ্গে দিয়ে উন্মুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বার্থে দুষ্কৃতীদের বিরুদ্ধে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST