ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অর্থনীতি
  7. আইন ও বিচার
  8. আওয়ামী লীগ
  9. আওয়ামী লীগে
  10. আক্রান্ত
  11. আটক
  12. আত্মহত্যা
  13. আদালত
  14. আনন্দ মিছিল
  15. আন্তর্জাতিক

দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাত্রী নিহত

এন,এম,সজীব:
মার্চ ৯, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

এন,এম,সজীব: দিনাজপুরের বিরামপুর খানকা শরীফের মাহফিল থেকে সাথীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেস চলন্ত ট্রেনে উঠার সময় পা পিছলে পড়ে গিয়ে নয়ন নামের এক যুবক নিহত হয়েছে।

আজ-(৯ মার্চ) শনিবার: দিনাজপুরের বিরামপুর খানকা শরীফের ওয়াজ মাহফিল শেষ করে সকালে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নয়ন (৪৩) নামের এক যাত্রী দুর্ঘটনার স্বীকার হন। উক্ত ঘটনায় সরজমিনে আরও জানা যায়,বিরামপুর উপজেলার পুরাতন বাজার বড় মসজিদ সংলগ্ন কাপড় ব্যবসায়ী মোঃ হাসান শেখ এর ছেলে নয়ন মিয়া।খানকা শরীফের ওয়াজ মাহফিলে সাথীদের ঢাকা থেকে নিয়ে আসেন। ওয়াজ শেষ করে পিতা হাসান শেখ এর  উপস্থিতিতে সাথীদের ট্রেন যোগে ঢাকায় যাওয়ার চলন্ত ট্রেনে ওঠার সময় এই দুর্ঘটনার স্বীকার হন তিনি। এমন অবস্থায় বিরামপুর রেলস্টেশন মাস্টার তাৎক্ষণিকভাবে বিরামপুর ফায়ার সার্ভিস টিমকে জানালে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের উক্ত টিম। গুরুতর জখম অবস্থায় নয়ন কে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকার উদ্দেশ্যে যাওয়া দ্রুতযান এক্সপ্রেস বিরামপুর রেলস্টেশনে সকাল ১১টা ২০ মিনিটের সময় থেমে যায়। উক্ত মাহফিলের যাত্রীগনের সুবিধার্থে দ্রুতযান ট্রেনটি দাঁড়ানোর সময় প্রায় ৩ মিনিট থাকলেও একটানা ৭-৮ মিনিট সময় ধরে অবস্থান করছিল। এরপরেও উক্ত নিহত যাত্রী ট্রেনে উঠার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বিরামপুর রেলস্টেশন মাস্টার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।