Dhaka 8:20 pm, Sunday, 27 July 2025

আত্রাইয়ে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

  • Reporter Name
  • Update Time : 10:08:52 am, Monday, 21 July 2025
  • 13 Time View
মোঃ ফিরোজ আহমেদ, স্টাফ রিপোর্টার 

নওগাঁর আত্রাইয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের স্মরণে উভয় স্থানে শনিবার জারুল বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান।

তিনি বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জারুল বৃক্ষরোপণ করা হয়। জুলাই অভ্যুত্থানে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে। রোপণ করা এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে।
জানা যায়, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার শহিদ হন। তিনি শ্রীধরগুড়নই মাদ্রাসার ছাত্র হওয়ায় তাঁর স্মরণে ওই মাদ্রাসার প্রাঙ্গনে জারুল বৃক্ষরোপণ করা হয়। অপরদিকে, উপজেলার তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর গণঅভ্যুত্থানে শহিদ হলে তাঁকে তারাটিয়া গ্রামের কবরে শায়িত করা হয়। জাফরের স্মরণে ওই কবর স্থানের গেটে জারুল বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাখিলের পিতা আবেদ আলী, শহিদ জাফরের পিতা আবু জাফর, মাতা কাজী লুলুল মাখমিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, জুলাই পুনর্জাগরণ জেলা কমিটির সদস্য ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয়।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিহাতীতে দুই চাঁদাবাজের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন

আত্রাইয়ে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

Update Time : 10:08:52 am, Monday, 21 July 2025
মোঃ ফিরোজ আহমেদ, স্টাফ রিপোর্টার 

নওগাঁর আত্রাইয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের স্মরণে উভয় স্থানে শনিবার জারুল বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান।

তিনি বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জারুল বৃক্ষরোপণ করা হয়। জুলাই অভ্যুত্থানে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে। রোপণ করা এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে।
জানা যায়, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার শহিদ হন। তিনি শ্রীধরগুড়নই মাদ্রাসার ছাত্র হওয়ায় তাঁর স্মরণে ওই মাদ্রাসার প্রাঙ্গনে জারুল বৃক্ষরোপণ করা হয়। অপরদিকে, উপজেলার তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর গণঅভ্যুত্থানে শহিদ হলে তাঁকে তারাটিয়া গ্রামের কবরে শায়িত করা হয়। জাফরের স্মরণে ওই কবর স্থানের গেটে জারুল বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাখিলের পিতা আবেদ আলী, শহিদ জাফরের পিতা আবু জাফর, মাতা কাজী লুলুল মাখমিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, জুলাই পুনর্জাগরণ জেলা কমিটির সদস্য ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয়।