
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী ডেভিল আব্দুন নুর (৪৮) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও ফৌজদারি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার গত ২০ জুলাই ২০২৫, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, সিলেট নগরীর পাঠানটুলা পল্লবীতে অবস্থিত তার সর্বকাজে সহযোগী ভাই আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের বাসার সামনের রাস্তায় অবস্থান করছিলেন আ: নুর। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা একটি অভিযান পরিচালনা করে তাকে সেখান থেকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রূপক সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ।
আব্দুন নুরর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কান্দারগাঁও গ্রামের মৃত তবারক উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপরাধ, ষড়যন্ত্র, এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
তার বিরুদ্ধে অস্ত্র, হুমকি, চাঁদাবাজি, ও জননিরাপত্তা বিঘ্নসহ একাধিক মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন সিলেট শহর ও আশেপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। তার গ্রেফতারের খবরে স্থানীয়ভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই। কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, “এতদিন পর হলেও আমরা শান্তি পেলাম। মানুষ এখন নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
গ্রেফতারকৃত আ: নুরকে সিলেট কোতোয়ালি থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।