
আতিকুর রহমান তনি সরকার, গোদাগাড়ী প্রতিনিধি
গোদাগাড়ী থানা ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গোদাগাড়ী থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: সেলিম রেজাকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই, ২০২৪) সকালে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেলিম রেজা গোদাগাড়ী উপজেলার ০৫ নং গোগ্রাম ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের রানিনগর লালাদিঘী গ্রামের মৃত একরাম আলির ছেলে। তার গ্রেফতারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম রেজা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি গোদাগাড়ী থানার সাবেক সেক্রেটারি আব্দুর রশিদের গাড়ি চালক (ড্রাইভার) হিসেবে কাজ করার সময় থেকেই ক্ষমতার অপব্যবহার শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বহু মানুষের জমি দখল, টেন্ডারবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে মানুষের ক্ষতি করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া, তিনি জমি দালালি করেও প্রচুর অর্থ উপার্জন করেছেন বলে জানা যায়।
গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, সেলিম রেজার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এই মামলার তদন্ত চলছে এবং এর সাথে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে।