
নুর ইসলাম নোবেল, রংপুর
বাংলাদেশ চাটার্ড এ্যাকাউট্যান্সী ছাত্র পরিষদ (BCACP)এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ শামসুজ্জামান আক্তার সভাপতি ও মোঃ জালাল উদ্দীন ভুঁইয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্যরা হলেন সহ-সভাপতি: আজাদ হোসেন, আবুল কালাম আগাদ, মো. আব্দুল্লাহ আল রোম্মান। যৌথ সম্পাদক: মো. রাজিবুল আলম, মোঃ হাসিবুল ইসলাম। সংগঠনিক সম্পাদক: মো. আবু রায়হান ও কোষাধ্যক্ষ: মো. আলাউদ্দিন।
