Dhaka 8:17 pm, Sunday, 27 July 2025

গাজীপুরে সাংবাদিক নির্যাতন: যুবদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 10:42:56 am, Monday, 21 July 2025
  • 13 Time View
মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কোনাবাড়ীতে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে স্থানীয় দৈনিক সময়র কথা পত্রিকার সাংবাদিক মফিজুল ইসলামকে গ্যারেজে আটকে রেখে উলঙ্গ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত যুবদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মফিজুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তিন ঘণ্টা ধরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালায়।

এসময় এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিককে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিহাতীতে দুই চাঁদাবাজের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক নির্যাতন: যুবদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

Update Time : 10:42:56 am, Monday, 21 July 2025
মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কোনাবাড়ীতে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে স্থানীয় দৈনিক সময়র কথা পত্রিকার সাংবাদিক মফিজুল ইসলামকে গ্যারেজে আটকে রেখে উলঙ্গ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত যুবদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মফিজুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তিন ঘণ্টা ধরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালায়।

এসময় এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিককে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”