
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারে সামাজিক সংগঠন ‘বুলেট ক্লাব’-এর উদ্যোগে উত্তরা মাইলস্টোন কলেজের ট্রেনিং বিমান দুর্ঘটনায় নিহত মেধাবী শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় এক হৃদয়বিদারক, আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনৈতিক নেতা মোঃ শফিকুল ইসলাম বুলবুল। তিনি বলেন,
“একটি সম্ভাবনাময় প্রাণ অকালে ঝরে গেল। যে শিক্ষার্থী আকাশ ছুঁয়ে নিজের স্বপ্ন পূরণের পথে ছিল, সে আজ আকাশ পাড়ি দিয়ে চলে গেছে চিরবিদায়ের পথে। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একইসঙ্গে আমরা চাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে—প্রশাসনের আরও সচেতনতা ও কঠোর জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।” দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—যুবদল নেতা মাসুদ পারভেজ ও মাসুদ রানা,স্বেচ্ছাসেবক দলের নলডাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব আরিফ উদ্দিন,বিএনপি নেতা লিয়াকত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা—মোঃ মেহেদী হাসান (প্রান্ত), বাদশা মাহমুদ, মেহেদী হাসান বাবু, জাহাঙ্গীর, মোঃ সুমন মাহমুদ প্রমুখ। বুলেট ক্লাবের একঝাঁক উদ্যমী ও দায়িত্ববান সদস্য—রাহী সাব্বির, সবুজ, খোরশেদ, রাজিব এবং সাজেদুল ইসলাম—এই আয়োজন সফল করতে সর্বাত্মক ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে বক্তারা নিহত শিক্ষার্থীর আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে তারা এ দুর্ঘটনার দ্রুত তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের শেষে কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নিহত শিক্ষার্থীর রূহের মাগফিরাত, শোকাহত পরিবারের ধৈর্য, এবং দেশের সকল অসুস্থ মানুষের দ্রুত আরোগ্য কামনা করা হয়।