Dhaka 8:08 pm, Sunday, 27 July 2025

ঘাটাইলে স্বাধীনতার ৫০ বছর পরেও নির্মাণ হয়নি একটি সেতু 

  • Reporter Name
  • Update Time : 06:59:19 am, Sunday, 27 July 2025
  • 75 Time View
মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাংগাইর গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া বংশাই নদের উপর স্বাধীনতার ৫০ বছরেও নির্মাণ হয়নি একটি সেতু। এতে করে গাংগাইর, সরাশাক, আমজানি, বাদে আমজানি, গোলাবাড়ি, মলাজানি, জুগিয়াটেংগর, নয়ারহাট, সরিষাআটা, সরাতৈল, বর্গাসহ ১৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা।
সরাসাক ও গাংগাইর গ্রামে রয়েছে দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ধলাপাড়া বাজার, মসজিদ-মাদ্রাসা, কলেজ ও মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও গ্রামের সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বংশাই নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। ফসল পরিবহনসহ উপজেলা সদরে যেতে হয় এ নদী পার হয়ে। ভরা বর্ষায় নৌকায় নদী পার হতে গিয়ে প্রায়ই ঘটে নৌকা ডুবির ঘটনা। শুধু আশ্বাস নয়, বংশাই নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিহাতীতে দুই চাঁদাবাজের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন

ঘাটাইলে স্বাধীনতার ৫০ বছর পরেও নির্মাণ হয়নি একটি সেতু 

Update Time : 06:59:19 am, Sunday, 27 July 2025
মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাংগাইর গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া বংশাই নদের উপর স্বাধীনতার ৫০ বছরেও নির্মাণ হয়নি একটি সেতু। এতে করে গাংগাইর, সরাশাক, আমজানি, বাদে আমজানি, গোলাবাড়ি, মলাজানি, জুগিয়াটেংগর, নয়ারহাট, সরিষাআটা, সরাতৈল, বর্গাসহ ১৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা।
সরাসাক ও গাংগাইর গ্রামে রয়েছে দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ধলাপাড়া বাজার, মসজিদ-মাদ্রাসা, কলেজ ও মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও গ্রামের সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বংশাই নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। ফসল পরিবহনসহ উপজেলা সদরে যেতে হয় এ নদী পার হয়ে। ভরা বর্ষায় নৌকায় নদী পার হতে গিয়ে প্রায়ই ঘটে নৌকা ডুবির ঘটনা। শুধু আশ্বাস নয়, বংশাই নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।