
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে বিভ্রান্ত করার প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী শিবু প্রসাদ সরকার। তিনি শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে প্রতিপক্ষ লীজ গ্রহীতা উপজেলার পূর্ব ভ্যাকটমারী গ্রামের তফেজ উদ্দিন বিশ্বাসের ছেলে রাজিকুল ইসলাম হযরতের বিরুদ্ধে লিখিত সংবাদ সম্মেলন করেন। আইনজীবী শিবু বলেন উপজেলার সোনাখালী মৌজায় বাঁধ বন্দি সহ ৮ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। ঘেরটি হারিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জন কে চুক্তিতে লীজ দিয়ে আসছি। ২০২৪ এবং ২০২৫ সালের জন্য দু দফায় রাজিকুল ইসলামের নিকট লিখিত চুক্তিপত্রের মাধ্যমে লীজ দেওয়া হয়। ৩১ ডিসেম্বরের পর লীজ ঘের টি ছেড়ে দেওয়ার কথা।
২০২৬ সালের জন্য লীজ ঘের টি অন্যত্র দেওয়া হয়েছে। রাজিকুল ইসলামের নিকট এখনো ২০২৫ সালের ৫ হাজার হারীর টাকা পাওনা রয়েছে। যা ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার কথা। পাওনা টাকা পরিশোধ না করে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে মৌখিক চুক্তিপত্রের দোহায় দিয়ে ৫০ হাজার টাকা গ্রহণ করা হয়েছে বলে রাজিকুল অপপ্রচার করছে বলে অভিযোগ করেন শিবু প্রসাদ সরকার। তিনি বলেন অবৈধভাবে চিংড়ি ঘের টি দখলে রাখতে প্রতারণা ও ছলচাতুরীর আশ্রয় নিয়েছে রাজিকুল। ২৪ জুলাই রাজিকুল ইসলামের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আইনজীবী শিবু প্রসাদ সরকার।