
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধি
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৬ জুলাই সকালে পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার ফিরোজ শাহের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, শাহিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালে অতিথি সহ উপস্থিত সকলের শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তি সাংবাদিক ও শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।