
মোবারক হোসাইন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শিক্ষার দক্ষতা যাচাই ও স্বীকৃতির পথে এক নতুন দিগন্ত উন্মোচন করলো টিটিসি সন্দ্বীপ। প্রথম বারের মতো এই প্রতিষ্ঠানে স্বঅর্থায়নে পাঁচটি ভিন্ন ভিন্ন অকুপেশনে মোট ৬২ জন দক্ষ কর্মীর ( আর.পি.এল.) মুডে (এন.এস.ডি.এ.) কতৃক এসেসমেন্ট গতকাল সকাল ১০ টাই অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন পেশায় কর্মরত অভিজ্ঞ ব্যাক্তিদের পূর্বে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারীরা জাতীয় পর্যায়ের স্বীকৃত সনদপত্র পাওয়ার সুযোগ পাচ্ছেন। যা তাদের কর্মজীবনে একটি মাইল পলক হিসেবে কাজ করবে। এসেসমেন্ট অংশ গ্রহনকারী অনেকে জানান পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছেে- এটি তাদের আত্নবিশ্বাস ও পেশাগত মনভাবকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
এই বিষয়ে টিটিসি সন্দ্বীপের অধ্যাক্ষ প্রকৌশলী মোহাম্মদ শরফুদ্দীন বলেন, সন্দ্বীপের মতো দ্বীপ এলাকায় এ ধরনের কর্মসূচি চালু হওয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমি আশাবাদী ভবিষ্যতে আরো অধিক সংখ্যক অকুপেশনে এ ধরনের স্বীকৃতি কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য এসেসমেন্ট কার্যক্রমটি ( এন এস ডি এ) এর নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে সম্পন্ন হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন অভিজ্ঞ অ্যাসেসর বৃন্দ ও সংশ্লিষ্ট কতৃপক্ষ।