
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় উত্তরা আধুনিক হাসপাতালে জরুরি ভিত্তিতে ‘ও নেগেটিভ’ রক্তের সংকট দেখা দিয়েছে। আহতদের জীবন বাঁচাতে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা রক্তের জন্য আকুতি জানাচ্ছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে উত্তরার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকরা উত্তরা আধুনিক হাসপাতালের সামনে অবস্থান নিয়ে রক্ত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক সাধারণ মানুষও ইতোমধ্যে বিভিন্ন ব্লাড গ্রুপের রক্ত দিতে এগিয়ে এসেছেন। তবে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে ‘ও নেগেটিভ’ রক্তের ক্ষেত্রে।
স্বেচ্ছাসেবক সিফাত বলেন, “আমাদের এখানে (উত্তরা আধুনিক হাসপাতালে) ও নেগেটিভ ব্লাড খুবই জরুরি। অন্যান্য গ্রুপের ব্লাড অনেকটা পাওয়া গেলেও, ও নেগেটিভ রক্ত একেবারেই পাওয়া যাচ্ছে না। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”
জানা গেছে, উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও দুর্ঘটনায় আহতদের ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই দগ্ধ অবস্থায় রয়েছেন, যাদের চিকিৎসার জন্য প্রচুর রক্ত প্রয়োজন।
উল্লেখ্য, বিকেলে উত্তরার মাইলস্টোন কলেজের আকাশে উড্ডয়নের কিছু সময় পরই একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলটসহ কয়েকজন আহত হন। বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হন আশপাশে অবস্থানরত শিক্ষার্থী ও পথচারীরাও।
যাদের রক্তের গ্রুপ ‘O Negative’, তাদের প্রতি বিনীত অনুরোধ—আপনার সামান্য সহযোগিতা আজ কারও জীবন বাঁচাতে পারে। উত্তরা আধুনিক হাসপাতাল অথবা নিকটস্থ রক্ত সংগ্রহ কেন্দ্রে গিয়ে রক্তদান করুন। আপনার একটি রক্তদান অসংখ্য জীবন রক্ষা করতে পারে।