
দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা, খুলনা প্রতিনিধি
পাইকগাছায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা মূলক মামলায় আদালত প্রধান শিক্ষক পরিতোষ মালী’র বিরুদ্ধে ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। রবিবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দিয়েছেন বলে আদালত সুত্র নিশ্চিত করেছেন।
দন্ডিত পরিতোষ মালী উপজেলার লতা ইউপি’র আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার পিতার নাম মৃতঃ অভিমান্য মালী। আদালত সুত্রে জানাগেছে, লতা ইউপি’র রেখামারী গ্রামের মৃতঃ দ্বিজবর মালীর ছেলে বয়োবৃদ্ধ পরিমল মালীর গুয়াছু্বা মৌজাস্থ ডিসিআর মূলে ভোগদখলীয় জমির মধ্য হতে ১৪ শতক জমি’ হারি টাকা না দিয়ে প্রধান শিক্ষক পরিতোষ মালী মৎস্য ঘের করে আসছেন।
ইতোপূর্বে পরিমল মালী ১৪ শতক জমির অনাদায়ী ২১ হাজার ২১০ টাকার হারি দাবি করে লতা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান শুনানীন্তে বাদি’কে হারির টাকা প্রাদানের আদেশ দেয়। কিন্তু ঘের মালিক পরিতোষ মালী হারির টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত পরিমল মালী অনুপায় হয়ে তার বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৮০৯/২৩ মামলা করেন। এ মামলার বাদি পক্ষের এ্যাড, অজিত কুমার সরকার জানান, আদালত দু’পক্ষের কাগজপত্র ও যুক্তিতর্ক পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক আসামি পরিতোষ মালীর বিরুদ্ধে ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।