Dhaka 7:02 pm, Sunday, 27 July 2025

মধুপুরে রাস্তায় ধানের চারা রোপণ, কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 09:16:11 am, Sunday, 27 July 2025
  • 79 Time View

লিয়াকত হোসেন জনী, টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুরে রাস্তায় ধানের চারা রোপণ করে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার  ২৬ জুলাই , টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন১নং কুড়ালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  বানিয়াবাড়ী আমতলী বাজার এর  বিন্নত আলীর মোড় থেকে বানিয়াবাড়ী পুকুরপাড় ঈদগাহ  এর ১.৫ কিলোমিটার  রাস্তার বেহাল দশা। এ রাস্তাটি দ্রুত পাকাকরণসহ  সংস্কারের দাবিতে  এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী  মজিবুর রহমান , নির্মাণ শ্রমিক প্রকৌশল ইউনিয়নের নেতা আব্দুল হামিদ, কৃষক  আব্দুল মজিদ  ,  ছোরহাব উদ্দিন, মোঃ জুলহাস উদ্দিন, ব্যবসায়ী আবু হানিফ ,  মোহতামিন  মোঃ রুহুল আমিন,ব্যবসায়ী রফিকুল ইসলাম,  ভুক্তভোগী এলাকাবাসী এবং  বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ।

উক্ত মানববন্ধনে  এলাকাবাসী দাবি করেন, এই রাস্তাটি প্রধান কৃষি পণ্য  আনারস , কলা, কচু, আদা, হলুদ, পেঁপে  বাজারজাত করনের একমাত্র  মাধ্যম । রাস্তাটির বেহাল দশার কারণে তাদের কৃষি পণ্য  বাজারজাত করণে নানাভাবে সমস্যা হচ্ছে। এতে তাদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। রাস্তাটি বেহাল দশার  কারণে  ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা। বিশেষ করে  জরুরী সেবা থেকে বঞ্চিত তারা। বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত ও খানা-খন্দেের সৃষ্টি হয় এতে ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স তাদের এলাকায় প্রবেশ করার মত অন্য কোন কোনো অবস্থা থাকেনা। শুষ্ক মৌসুমে ধুলা বালির চাদরে ঢেকে পড়ে আশপাশ।

রাস্তাটি দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের  ছোট ছোট শিশু বাচ্চাদের চলাচলের নানাবিধ সমস্যা হচ্ছে। মাঝেমধ্যে পড়ে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটে  এবং শিশু বাচ্চাদের বই ও জামা কাপড়   নষ্ট হয়। মানববন্ধনে এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি দ্রুত পাকাকরণ ও  সংস্কার করলে জনদুর্ভোগ অনেকটাই  লাগুব হবে। মানববন্ধন শেষে  ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত রাস্তাটিতে ধানের চারা রোপণ করেন এবং  দ্রুত এ রাস্তাটি সংস্কারের  আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঘটনা, ১৭ বছর পর মেয়ে থেকে ছেলে হলো রুমি আকতার 

মধুপুরে রাস্তায় ধানের চারা রোপণ, কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

Update Time : 09:16:11 am, Sunday, 27 July 2025

লিয়াকত হোসেন জনী, টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুরে রাস্তায় ধানের চারা রোপণ করে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার  ২৬ জুলাই , টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন১নং কুড়ালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  বানিয়াবাড়ী আমতলী বাজার এর  বিন্নত আলীর মোড় থেকে বানিয়াবাড়ী পুকুরপাড় ঈদগাহ  এর ১.৫ কিলোমিটার  রাস্তার বেহাল দশা। এ রাস্তাটি দ্রুত পাকাকরণসহ  সংস্কারের দাবিতে  এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী  মজিবুর রহমান , নির্মাণ শ্রমিক প্রকৌশল ইউনিয়নের নেতা আব্দুল হামিদ, কৃষক  আব্দুল মজিদ  ,  ছোরহাব উদ্দিন, মোঃ জুলহাস উদ্দিন, ব্যবসায়ী আবু হানিফ ,  মোহতামিন  মোঃ রুহুল আমিন,ব্যবসায়ী রফিকুল ইসলাম,  ভুক্তভোগী এলাকাবাসী এবং  বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ।

উক্ত মানববন্ধনে  এলাকাবাসী দাবি করেন, এই রাস্তাটি প্রধান কৃষি পণ্য  আনারস , কলা, কচু, আদা, হলুদ, পেঁপে  বাজারজাত করনের একমাত্র  মাধ্যম । রাস্তাটির বেহাল দশার কারণে তাদের কৃষি পণ্য  বাজারজাত করণে নানাভাবে সমস্যা হচ্ছে। এতে তাদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। রাস্তাটি বেহাল দশার  কারণে  ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা। বিশেষ করে  জরুরী সেবা থেকে বঞ্চিত তারা। বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত ও খানা-খন্দেের সৃষ্টি হয় এতে ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স তাদের এলাকায় প্রবেশ করার মত অন্য কোন কোনো অবস্থা থাকেনা। শুষ্ক মৌসুমে ধুলা বালির চাদরে ঢেকে পড়ে আশপাশ।

রাস্তাটি দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের  ছোট ছোট শিশু বাচ্চাদের চলাচলের নানাবিধ সমস্যা হচ্ছে। মাঝেমধ্যে পড়ে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটে  এবং শিশু বাচ্চাদের বই ও জামা কাপড়   নষ্ট হয়। মানববন্ধনে এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি দ্রুত পাকাকরণ ও  সংস্কার করলে জনদুর্ভোগ অনেকটাই  লাগুব হবে। মানববন্ধন শেষে  ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত রাস্তাটিতে ধানের চারা রোপণ করেন এবং  দ্রুত এ রাস্তাটি সংস্কারের  আশাবাদ ব্যক্ত করেন।