Dhaka 8:14 pm, Sunday, 27 July 2025

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

  • Reporter Name
  • Update Time : 09:09:53 am, Monday, 21 July 2025
  • 11 Time View

মোঃ শাহজাহান বাউত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণকালীন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানটি আকাশে কয়েকবার চক্কর দেয়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনের ওপর আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কলেজ চত্বরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ সাধারণ লোকজন উপস্থিত ছিলেন, যার ফলে কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে ৩ থেকে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন কলেজের নিরাপত্তাকর্মী এবং সাধারণ পথচারী রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।

আহতদের তাৎক্ষণিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা—তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এ দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এটি একটি রুটিন প্রশিক্ষণ মিশনের অংশ ছিল এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রশাসন জানায়, কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুর্ঘটনার ফলে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দুর্ঘটনার পর দিয়াবাড়ি ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেছিলেন এটি কোনো নাশকতা বা বড় ধরনের হামলা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি প্রশিক্ষণজনিত দুর্ঘটনা বলেই নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত F-7 BGI একটি উন্নততর মডেলের প্রশিক্ষণ বিমান, যা প্রশিক্ষণ ও হালকা আক্রমণ মিশনে ব্যবহৃত হয়। অতীতে এ ধরনের দুর্ঘটনা আরও কয়েকবার ঘটেছে, যা পাইলটদের ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্রক্রিয়ার প্রমাণ বহন করে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিহাতীতে দুই চাঁদাবাজের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Update Time : 09:09:53 am, Monday, 21 July 2025

মোঃ শাহজাহান বাউত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণকালীন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানটি আকাশে কয়েকবার চক্কর দেয়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনের ওপর আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কলেজ চত্বরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ সাধারণ লোকজন উপস্থিত ছিলেন, যার ফলে কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে ৩ থেকে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন কলেজের নিরাপত্তাকর্মী এবং সাধারণ পথচারী রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।

আহতদের তাৎক্ষণিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা—তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এ দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এটি একটি রুটিন প্রশিক্ষণ মিশনের অংশ ছিল এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রশাসন জানায়, কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুর্ঘটনার ফলে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দুর্ঘটনার পর দিয়াবাড়ি ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেছিলেন এটি কোনো নাশকতা বা বড় ধরনের হামলা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি প্রশিক্ষণজনিত দুর্ঘটনা বলেই নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত F-7 BGI একটি উন্নততর মডেলের প্রশিক্ষণ বিমান, যা প্রশিক্ষণ ও হালকা আক্রমণ মিশনে ব্যবহৃত হয়। অতীতে এ ধরনের দুর্ঘটনা আরও কয়েকবার ঘটেছে, যা পাইলটদের ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্রক্রিয়ার প্রমাণ বহন করে।