
মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন বলেন, আমাদের লড়াই এটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই । যেখানে ন্যায়বিচার থাকবে, সুশাসন থাকবে, এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বহুদিন ধরে দুর্নীতি, বৈষম্য ও দমননীতির শিকার। ক্ষমতার লড়াই নয়, আমরা চাই জনগণের সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনা হোক। সমাজ ব্যবস্থায় ইনসাফ না থাকলে রাষ্ট্র অস্থির হয়ে পড়ে, বাংলাদেশে নানা পান্তে মানুষ গুলো কে বঞ্চিত করা হয়েছে । এই মৌলভীবাজারের মানুষরা যারা চা বাগানে কাজ করে , সে শ্রমিকদের ন্যায্য মুজুরি দেওয়া নয় না । চা শ্রমিক , রিক্সা চালক, ভ্যান চালক , কুলি সকলে বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে , এমন বাংলাদেশ গড়তে চাই । শনিবার ( ২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে দেশে গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।
পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।