
হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি
আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) ঢাকার উত্তরা এলাকায় ২১জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে নিহত হন একাধিক শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিকারা। এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে নিহতদের স্মরণে আজ শনিবার তানোরের বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় এক কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যোহর নামাজের পর শুরু হওয়া এই দোয়া মাহফিলে কুরআনের পবিত্র আয়াত তেলাওয়াতের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং উক্ত দুর্ঘটনায় হতাহত সকলের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও মাদ্রাসাটির খ্যাতিমান শিক্ষক মাওলানা মোঃ শিহাব উদ্দিন। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হামিদুর রহমান। তিনি বলেন,এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ নিরীহ মানুষের প্রাণহানি আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। তাই আমরা তাদের জন্য কুরআন খতম ও দোয়া আয়োজন করেছি, যেন মহান আল্লাহ তাদের জান্নাত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলো ধৈর্য ধারণ করতে পারে।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ ধরণের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসার জন্ম দিয়েছে এবং অনেকে মাদ্রাসার পক্ষ থেকে নিয়মিত এমন ধর্মীয় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।