
সানজিদুল হক, সাতক্ষীরা
তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন কমিটিকে নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১/৭/২৫) সকাল ১১টায় তালা ডাকবাংলো প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এবং সুপার ফাইভের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম দাদুভাই বলেন “আগামী ৫ আগস্ট ২০২৫-এর মধ্যে সকল ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করতে হবে। তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন, আর এই সংগঠনকে ধরে রাখতে হলে ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে সুসজ্জিত করতে হবে। স্বেচ্ছাসেবক দল মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল। আগামী নির্বাচনে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এবং তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে পরিশ্রম করে যাবে।”সভায় বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।