
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার আলোচিত মারিয়া আক্তার স্মৃতির নৃশংস হত্যাকাণ্ডের ১ বছর পার হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার ২৬ জুলাই বিকেলের পর কটিয়াদি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহত মারিয়া আক্তার স্মৃতির পিতা মোঃ মানিক মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে বলেন, “আমার মেয়ে বিবাহিত ছিল, আসামী মুস্তাক আল মেহেদী সব সময় আমার মেয়েকে রাস্তাঘাটে উত্তক্ত করতো। পরবর্তী সময়ে আমার মেয়েকে হত্যা করার পরেও আসামি ও তার সহযোগীরা সমাজে বুক ফুলিয়ে চলাফেরাএবং ঘোরাফেরা করছে।
গত ১২/০৭/২০২৪ ইং তারিখে আসামিরা আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করে জমিতে লাশ ফেলে রাখে। এই ঘটনায় মুস্তাক আল মেহেদী কে প্রধান আসামি করে আরো অজ্ঞাতনামা পাঁচ ছয় জনকে আসামি করে বাংলাদেশ দন্ডবিধির ৩০২/৩৪ধারা মোতাবেক মামলা করি । যাহার মামলা নং ১০/১৪৯। আমি একজন অসহায় পিতা। মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে পড়েছি মহাবিপদে। আসামিরা প্রতিনিয়ত আমাকে মামলা তুলে নেবার জন্য আমাকে ও আমার পরিবার পরিজনদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
যে কারণে আমরা খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছি। মামলাটি বর্তমানে পিবিআই এ আছে । আমি বারবার পিবিআই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও তারা আমাদের কথায় কোন গুরুত্ব দিচ্ছে না। যেহেতু আসামিদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা। যে কারণে মামলাটি ভিন্ন খাতের প্রবাহিত করার চেষ্টা ও প্রভাব বিস্তার করছে বলে আমরা ধারণা পোষণ করছি। এত বড় একটি নৃশংস ঘটনার পরেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে প্রশাসন ধরতে পারছে না অথচ এলাকায় প্রকাশ্যে আসামিরা ঘুরাফিরা করছে। এখন আমরা কোথায় যাব। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমি এসপি, আইজিপি,মাননীয় প্রধান উপদেষ্টা, ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমাদের আবেদন জানাচ্ছি, বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আমার মেয়ে হত্যাকান্ডের ন্যায় বিচার নিশ্চিত করুন।