
মোঃ গোলাম মোরশেদ, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২৬ জুলাই শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা, উপজেলা ও ইউনিয়ানের বিভিন্ন হাট বাজারে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির কারা নির্যাতিত নেতা এম এ গফুর মন্ডল।
এম এ গফুর মন্ডল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি, বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। এম এ গফুর মন্ডল বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেন জনগণ রাষ্ট্রীয় অধিকার ফিরে পায়।
তিনি আরও বলেন, মনোনয়ন চাওয়া সবার অধিকার। বিএনপির দুর্দিনে দলের তৃণমূলের নেতাকর্মীর পাশে ছিলাম আছি। দলে জন্য বহুদিন কারাবন্দিও ছিলাম, বাবা মায়ের মৃত্যু সময় কবরে মাটি দিতে পারিনি। তৃণমূলের নেতাকর্মী এখন আমার সঙ্গে আছেন। প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতের প্রাধান্য থাকলে শতভাগ আমার পক্ষে থাকবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি।