Dhaka 7:02 pm, Sunday, 27 July 2025

ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ 

  • Reporter Name
  • Update Time : 10:27:11 am, Sunday, 27 July 2025
  • 39 Time View
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শিরোনামে ছাতকে এক ব্যতিক্রমধর্মী শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ছাতক উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান এবং পরিচালনা করেন ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. একরাম উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “সমাজ গঠনে নাগরিকদের নৈতিক দায়িত্ববোধ ও স্বেচ্ছায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়।” তিনি উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদ এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য দেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল আলিম, আনোয়ার হোসেন রনি, সাকির আমিন, তমাল পোদ্দার, খালেদ আহমদ, মোশাহিদ আলী এবং শিক্ষার্থী প্রতিনিধি রুকিয়া আক্তার সুমি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাহমিদ আহমদসহ আরও একজনকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় বাউল শিল্পী সুজিত বৈষ্ণব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস। এ আয়োজনের মাধ্যমে সমাজে দায়িত্বশীল নাগরিক গঠনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ ও নৈতিক সচেতনতা গড়ে উঠবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঘটনা, ১৭ বছর পর মেয়ে থেকে ছেলে হলো রুমি আকতার 

ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ 

Update Time : 10:27:11 am, Sunday, 27 July 2025
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শিরোনামে ছাতকে এক ব্যতিক্রমধর্মী শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ছাতক উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান এবং পরিচালনা করেন ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. একরাম উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “সমাজ গঠনে নাগরিকদের নৈতিক দায়িত্ববোধ ও স্বেচ্ছায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়।” তিনি উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদ এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য দেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল আলিম, আনোয়ার হোসেন রনি, সাকির আমিন, তমাল পোদ্দার, খালেদ আহমদ, মোশাহিদ আলী এবং শিক্ষার্থী প্রতিনিধি রুকিয়া আক্তার সুমি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাহমিদ আহমদসহ আরও একজনকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় বাউল শিল্পী সুজিত বৈষ্ণব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস। এ আয়োজনের মাধ্যমে সমাজে দায়িত্বশীল নাগরিক গঠনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ ও নৈতিক সচেতনতা গড়ে উঠবে।