
মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
সাত দফা দাবি বাস্তবায়নে নীলফামারিতে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়াম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ। দলিল লেখক সমিতির নীলফমারী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম। রংপুর, রাজশাহী, ফরিদপুর ও ঢাকা বিভাগের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।