
মোঃ ফোরকান জামান ( যশোর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেনাপোল পৌর শাখার সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর ৫১তম জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বেনাপোল পৌর বিএনপি ও শার্শা উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে তার নিজ অফিসে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
১৯৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আবু তাহের ভারত।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেক ও মাখনসহ আরও অনেক নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমাম ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর উদ্যোগে আরও একটি জন্মদিনের আয়োজন করা হয়। সেখানে শ্রমিকদের সঙ্গে নিয়েও কেক কাটা হয়।
এ সময় ৮৯১ নম্বর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আবু তাহের ভারতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।