
শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যুরো প্রধান খুলনা
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে, সোমবার রাতে নগরীর নিরালা কাঁচা বাজারের পাশে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, মৃত ওই যুবক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদার এর ছেলে,
পুলিশ জানায় জাকির নিরালা আবাসিক এলাকায় বসবাস করতেন,আজ রাতে নিরালা সাবেক কাঁচাবাজারের পিছন থেকে পেট ধরে দৌড়িয়ে পুরাতন ফার্নিচার ব্যবসায়ী জাকিরের দোকানের সামনে এসে পড়ে যায়, তৎক্ষণাৎ স্থানীয় লোকজন চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন, ভিকটিমের পিঠে দুই জায়গা এবং নাভির গোড়ায় ছুরি দিয়ে আঘাত করে।
উল্লেখ্য জৈনক স্বর্ণকারের কাছে কিছু স্বর্ণের গহনা বেচাকেনার টাকা নিয়ে মদ বিরোধ সৃষ্টি হলে এ সংক্রান্তে খুলনা থানায় একটি জিডি হয়েছিল বলে জানা যায়, এই ঘটনা নিয়ে জনৈক স্বর্ণ ব্যবসায়ী ও জাকিরের মধ্য প্রায় তর্ক বিতর্ক হুমকিধানকি লেগেই ছিল, বিশ্বস্ত সূত্রে জানা যায় এই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে,