
নুর ইসলাম নোবেল, রংপুর ব্যুরো প্রধান
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় অদ্য ২৩/০৭/২৫ তারিখ দুপুর ২.১৫ ঘটিকায় সৈয়দপুর ওয়াপদা মোর এলাকায় রংপুর হতে দিনাজপুর গামী সোনারতরী গেটলক পরিবহন পরিবহন যাহার রেজি নাম্বার ঢাকা মেট্রো-ব-০১১৭ ও দিনাজপুর হইতে রংপুরগামী একটি ট্রাক রেজি নম্বর ঝিনাইদহ-ট -১১-২০৫৪মুখোমুখ সংঘর্ষ হয়।
এতে বাসের হেলপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম(৩৬)পিতা -মৃত গাজী মুন্সী, সং টার্মিনাল রাজবাড়ী থানা দিনাজপুর কোতোয়ালি জেলা দিনাজপুর এবং ট্রাকের ড্রাইভার মোহাম্মদ সুজন মিয়ার (৩৩)আবু বক্কর গ্রাম চাঁদপুর থানা গামুড়হুদা জেলা চুয়াডাঙ্গা গুরুতর আহত হয় দুইজনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অপর একজন যাত্রী আহত হয়েছে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে অপসারণ করে হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয় জনগণ, লোকাল থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ সমন্বিত ভাবে উদ্ধার চিকিৎসা ও ট্রাফিক ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। মহাসড়কে যানবাহন চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।