
মোঃ হাবিবুর রহমান, নওগাঁ স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নানা প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। ২৩ জুলাই দুপুর ১২ টায় বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশিষ কুমার সরকার।
এসময় তিনি বলেন, বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন ডাই-অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে।
বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। তাই ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে, যা ভবিষ্যতে রোগীদের জন্য ফল সরবরাহ করতে পারে এবং কমপ্লেক্সের পরিবেশকে আরও মনোরম করে তুলবে। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশকে আরও সবুজ এবং মনোরম করে তুলবে, যা রোগীদের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সবুজ পরিবেশ রোগীদের মানসিক চাপ কমাতে এবং দ্রুত আরোগ্য লাভে সহায়ক হবে।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ বেদারুল ইসলাম, সিনিয়ার স্টাফ নার্স ইনচার্য মোছা: ইসমত আরা সিউলি, পরিসংখ্যান বিদ মোঃ নাজমুল হক। ফার্মাসিস্ট মো. আবুহেনা মস্তফা কামাল, কার্ডিয়ো গ্রাফিক্স মোঃ আব্দুল হাই আল হাদি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন প্রমূখ ।